What is SEO?
SEO এর পূর্ণরূপ হচ্ছে Search Engine Optimization । সার্চ ইঞ্জিনের কিছু সুনির্দিষ্ট ও পরিকল্পিত নিয়ম বা পদ্ধতি ।
যে নিয়মগুলো যথাযথভাবে প্রয়োগ করে আপনি আপনার কাঙ্খিত ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে রেজাল্ট পেজে প্রথম দিকে দেখাতে পারবেন। আর সার্চ ইঞ্জিনে প্রথম দিকে আপনার ওয়েবসাইটটিকে দেখানো SEO এর মূল উদ্দেশ্য।
সার্চ ইঞ্জিন তৈরি হয়েছে মূলত ইউজারদের অনুসন্ধানে সঠিক তথ্য দেওয়ার জন্য। আর SEO সেই তথ্য সার্চ ইঞ্জিন উপযোগী করে তোলে।
SEO মাধ্যমে আমরা বুঝতে পারি, সার্চ ইঞ্জিনে ইউজাররা কী তথ্য খুঁজছেন, কী ধরনের সমস্যার সমাধান চাচ্ছে, কী শব্দ বা কি ওয়ার্ড ব্যবহার করছে এবং কী ধরনের কনটেন্ট তারা চায়। এর মাধ্যমে আমরা সহজে ইউজারদের এসব সমস্যার সমাধান দিতে পারি।
SEO History
1991 সালের ছয় আগস্ট Tim Berners Lee এর হাত ধরে প্রথম ওয়েবপেজ পাবলিশ করা হয়।
এর কয়েক দশক পর 1997 সালে প্রথম অফিশিয়াল SEO যাত্রা শুরু হলেও 2001 সাল থেকে এর গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে।

Jerry Wang এবং David Filo 1994 সালের জানুয়ারি মাসে Yahoo সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠা করেন। তার পাশাপাশি Yahoo ডাইরেক্টরী তৈরি করেন। 1998 সালের 4 সেপ্টেম্বর Larry Page এবং Sergey Brin এর হাত ধরে Google প্রতিষ্ঠিত হয়। বর্তমানে গুগল সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে অন্যতম এবং প্রধান ।
ইন্টারনেটের প্রায় 90% সার্চ গুগল এর মাধ্যমে করা হয়ে থাকে।
Search Engine Basics
সার্চ ইঞ্জিন মূলত একটি মেশিনের মতো কাজ করে। এটি ইন্টারনেট থেকে লাখ লাখ কনটেন্ট মধ্যে কোন তথ্যটি ইউজার সার্চ অনুযায়ী সঠিক তা খুঁজে বের করে এবং ইউজারদের সামনে প্রদর্শন করে।
আর সার্চ ইঞ্জিন কাজটি করে থাকে ইন্টারনেটে যত তথ্য পাওয়া যায় যেমন ওয়েবপেজ, টেক্সট ইমেজ, ভিডিও, পিডিএফ ইত্যাদি তা ক্রলিং এবং ইনডেক্সিং এর মাধ্যমে করে থাকে।
যে তথ্যটি ইউজারের জন্য বেশি উপযোগী সেটি প্রদর্শন করে।
কোয়ান্টাম কম্পিউটিং কি? বিস্তারিত পড়ুন।
Which search result are organic?
অর্গ্যানিক সার্চ রেজাল্ট গুলো কোনও পেজ বা অ্যাডভার্টাইজ মাধ্যমে নয়। কেবলের SEO মাধ্যমে সার্চ ইঞ্জিনে রেজাল্ট পেজে আসে অর্গ্যানিক রেজাল্টগুলো।
নীচের ছবিতে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি প্রথমে গুগল এডওয়ার্ড এর রেজাল্ট গুলো দেখা যাচ্ছে। পরবর্তীতে অর্গ্যানিক সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে।

বর্তমানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজগুলো পেজকে বলা হয় SERPs । এখন অ্যাডভার্টাইজ এর পাশাপাশি অর্গ্যানিক রেজাল্ট অনেক বেশি সমৃদ্ধ।
উদাহরণস্বরূপ, আপনি যদি সার্চ করেন ‘Bangladesh Weather’, তাহলে আপনি দেখতে পারবেন। কোন লিঙ্কের পরিবর্তে বাংলাদেশের জলবায়ুর পূর্বাভাসের একটি চিত্র।

একটি জিনিস মনে রাখতে হবে যে সার্চ ইঞ্জিনের আয়ের উৎস শুধু অ্যাডভারটাইজ থেকে আসে। তাদের লক্ষ্য হলো ইউজারদের সঠিক তথ্যের সন্ধান দেওয়া এবং যাতে করে ইউজার পুনরায় আসে এবং দীর্ঘ সময় তাদের সার্চ ইঞ্জিনটি ব্যবহার করে।
Kodular অ্যাপ ডেভেলপমেন্ট – ফ্রি কোর্স Join Now
Why SEO is important?
SEO প্রয়োগের মাধ্যমে ওয়েবসাইটের গুণগত মান এবং ইউজার বৃদ্ধি পেয়ে থাকে।
পাশাপাশি সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে অরগ্যানিক রেজাল্ট এর মাধ্যমে কোম্পানির ব্র্যান্ডিং হয়ে থাকে।
ওয়েবসাইটের ট্রাফিক বা ইউজার জেনারেট করার জন্য যদিও পেইড এডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম গুলো রয়েছে।
তার পরেও বেশির ভাগ ইউজার ওয়েবসাইটে আসে সার্চ ইঞ্জিন থেকে। সার্চ ইঞ্জিন তার রেজাল্ট পেজে বিভিন্ন ডিজিটাল ফিচার এবং বিশ্বাসযোগ্য তথ্যবহুল উত্তর দেখায় যা পেইড অ্যাডভার্টাইজিংয়ের তুলনায় অধিক পরিমাণ ক্লিক জেনারেট করে।

উদাহরণ স্বরূপ: শুধু USAতে এই সব কিছুকে মাত্র 2.8% আসে পেইড অ্যাডভার্টাইসিং থেকে বাকি সব অর্গ্যানিক সার্চ রেজাল্ট থেকে আসে।
SEO একমাত্র অনলাইন মার্কেটিং চ্যানেল যেখানে সঠিকভাবে সেটআপ করা কাজ থেকে সময়ের সাথে সাথে রেভিনিউ জেনারেট হতে থাকে।
আপনি যদি সাইটে তথ্যসমৃদ্ধ ও ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট দিতে পারেন এবং তা সার্চ ইঞ্জিনে সঠিক কি-ওয়ার্ডে র্যাঙ্ক করে।
তবে আপনার সাইটে সার্চ ইঞ্জিন থেকে ক্রমাগত ইউজার আসতে থাকবে। পেইড অ্যাডভারটাইজিংয়ে প্রচুর অর্থ খরচ করেও আপনি যেটা পাবেন না ।
যদিও বর্তমানে সার্চ ইঞ্জিনগুলো অনেক স্মার্ট। অপটিমাইজিং করার মাধ্যমে আপনার সাইট সার্চ ইঞ্জিনকে তথ্যসমৃদ্ধ ও ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট দেবে।
যাতে করে সার্চ ইঞ্জিন আপনার সাইটের কন্টেন্ট ক্রপিং, ইনডেক্সিং এবং র্যাঙ্কিং করার মাধ্যমে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখাতে পারে।
CPA Marketing Full Course Join Now
Google Webmaster Guidelines
Basic principles:
- ওয়েব পেজ তৈরি করুন ইউজারদের জন্য, সার্চ ইঞ্জিনের জন্য নয় । ইউজারদের সাথে কখনো প্রতারণা করবেন না।
- সার্চ ইঞ্জিনের গাইডলাইন ভঙ্গ করে বিভিন্ন ধরনের স্প্যাম পদ্ধতি অনুসরণ করে সার্চ ইঞ্জিনের করার চেষ্টা করবেন না।
- আপনি সব সময় ইউজারদের জন্য কন্টেন্ট তৈরি করুন। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার কন্টেন্টটি কি ইউজারদের উপকারে আসবে? সার্চ ইঞ্জিন ছাড়া কি আপনার কন্টেন্টটি গুরুত্বপূর্ণ।
- চিন্তা করুন যে আপনি কী কী করলে ওয়েবসাইটকে আরো ইউনিক, তথ্যসমৃদ্ধ ও ইউজার ফ্রেন্ডলি করা যাবে।
কী কী জিনিস করা যাবে না :
- অটোমেটিক জেনারেটেড কন্টেন্ট তৈরি করা।
- লিঙ্ক স্কিম ব্যবহার বা লিঙ্কের অপব্যবহার করা। টাইটেল অনুসারে কন্টেন্ট তৈরি করা বা অন্য কারো কাছ থেকে কন্টেন্ট কপি করা।
- ক্লোকিং করা বা সার্চ ইঞ্জিনকে একধরনের কন্টেন্ট আর ইউজারকে আরেক ধরনের কন্টেন্ট দেখানো।
- হিডেন টেক্স বা লিঙ্ক ব্যবহার করা।
Bing Webmaster Guidelines
Basic principles:
- ক্লিয়ার, ডিপ, এনগেজিং এবং সহজেই খুঁজে পাওয়া যায় এমন কন্টেন্ট তৈরি করা।
- পেজের টাইটেল ক্লিয়ার ও কন্টেন্ট এর সাথে মিল রাখা।
- সোশাল মিডিয়ার অ্যাক্টিভিটি ও সোশাল শেয়ারকে পজিটিভ সিগন্যাল হিসেবে কাউন্ট করা হয় এবং তা অর্গানিক র্যাঙ্ক পেতে সাহায্য করে।
- সাইটের পেজ স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ইউজার এক্সপেরিয়াল বৃদ্ধি ও র্যাঙ্ক পেতে সাহায্য করে।
- অন্টার ট্যাগের (Alt Tag) ব্যবহার।
কী কী জিনিস করা যাবে না :
- ইউআরএলে সুনির্দিষ্ট কি-ওয়ার্ড দিয়ে বড় করা, বেশি কি-ওয়ার্ড ব্যবহার করা।
- কি-ওয়ার্ড স্টাফিং।
- ডুপ্লিকেট কন্টেন্টের ব্যবহার।
- কেনা লিঙ্ক-এ জাভাস্ক্রিপ্ট/ফ্ল্যাশ/সিলভার লাইট কন্টেন্টের ব্যবহার করা।
ইউজারদের কথা মাথায় রেখে ওয়েবসাইট তৈরি করা :
আপনি যদি ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট ও সাইট তৈরি করেন এবং তা যদি ইউজারদের চাহিদা পূরণ করে তবেই আপনার সাইটি দীর্ঘ মেয়াদে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে।
আপনি গুগল করে ইউজাররা কী ধরনের কি-ওয়ার্ড দিয়ে সার্চ করছে তার একটি ধারণা পেতে পারেন এবং কারা সার্চ ইঞ্জিনে-এ র্যাঙ্ক করছে, তা জানতে পারবেন।
আপনাকে ভালো মানের প্রয়োজনীয় তথ্যবহুল কন্টেন্ট দিতে হবে যাতে সাইটকে র্যাঙ্ক করানো সহজ হয় এবং যার দ্বারা সাইটের অথোরিটি, ট্রাস্ট এবং ইউজার এনগেজমেন্ট বৃদ্ধি পায়৷
সবকিছু করার আগে আপনাকে আপনার ওয়েবসাইটের লক্ষ্য গোল ও একটি সুন্দর এসইও প্লান তৈরি করতে হবে।